Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে ‘ওবিসি’ তালিকায় নাম থাকলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে কিনা, জানালো হাইকোর্ট

 


রাজ্যে ‘ওবিসি’ তালিকায় নাম থাকলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে কিনা, জানালো হাইকোর্ট 




রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেটে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে না স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণ কেন্দ্রীয় সরকারের ওবিসি সার্টিফিকেটে থাকলেই মিলবে। সোমবার এক মামলার রায়ে এমনই জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। 



২০১৮ সালে বেরনো CRPF-এর নিয়োগের বিজ্ঞপ্তিতে রাজ্যের ওবিসি সার্টিফিকেট থাকা সত্বেও সংরক্ষণের সুবিধা না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন পিন্টু আলি খান নামে বীরভূমের এক বাসিন্দা। ২০১২ সালে সিউড়ির মহকুমাশাসকের জারি করা ওবিসি সার্টিফিকেট পেশ করে সংরক্ষণের দাবি করেন তিনি। কিন্তু সিআরপিএফের তরফে জানানো হয়, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রকের ফরম্যাটে জারি করা সার্টিফিকেট আনতে হবে। পিন্টুর দাবি, সিউড়ির মহকুমাশাসক সেই ফরম্যাটে সার্টিফিকেট দেওয়ার অস্বীকার করায় তাঁর চাকরি পাওয়া হয়নি। 



বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে SDO-কে পুনরায় কেন্দ্রীয় প্রোফর্মা অনুযায়ী ওবিসি সার্টিফিকেট ইস্যুর দাবি তোলেন পিন্টুর আইনজীবী দেবব্রত দাশগুপ্ত। রাজ্য সরকারের তরফে জানানো হয়, ‘কেন্দ্রীয় ফরম্যাটে শংসাপত্র জারি করার ক্ষমতা নেই মহকুমাশাসকের।’ 



কেন্দ্রীয় ফরম্যাটে শংসাপত্র ছাড়া কোনও ভাবেই সংরক্ষণের সুবিধা দেওয়া সম্ভব নয় বলে জানানোর পর কেন্দ্রীয় চাকরিতে সংক্ষণে কেন্দ্রীয় সার্টিফিকেট বাধ্যতামূলক বলে জানান বিচারক। এদিকে পিন্টুর আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code