কলকাতার বিরুদ্ধে দুরন্ত জয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ব্যাঙ্গালোর


SANGBAD EKALAVYA:

পুরনো স্মৃতি ভুলে এবারের আইপিএলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার ফলশ্রুতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো কোহলি এন্ড কোং। বুধবার কলকাতা নাইট রাইডার্সকে খুব অল্প রানে বেঁধে রেখে অনায়াসে জয় হাসিল করলো তারা। 



এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসে কলকাতার জন্য। ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের দুর্ধর্ষ বোলিংয়ে পরপর আউট হন রাহুল ত্রিপাঠি (১) এবং নীতিশ রানা (০)। নিজের দ্বিতীয় ওভারে সিরাজের তৃতীয় শিকার টম ব্যান্টন (৮ বলে ১০)। ব্যাঙ্গালোরের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি শুভমান গিল (১), দীনেশ কার্তিক (১৪ বলে ৪), প্যাট কামিন্স (১৭ বলে ৪) রাও। বলার মতো রান পেয়েছেন অধিনায়ক মরগ্যান (৩৪ বলে ৩০) এবং কিছুটা লোকি ফার্গুসন (১৬ বলে ১৯)। টপঅর্ডারের ব্যর্থতায় ২০ ওভারে কলকাতা মাত্র ৮৪ রান তুলতে সক্ষম হয়। সিরাজ ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেটে পেয়েছেন, চাহাল ২টি উইকেট পেয়েছেন। 


মাত্র ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৩৯ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ব্যাঙ্গালোর। ফিঞ্চ ২১ বল খেলে ১৬ রান করে ফার্গুসনের বলে আউট হন। পারিক্কল ১৭ বলে ২৫ রান করে রানআউট হলেও গুরুকীরাত সিং মন (২৬ বলে ২১) এবং বিরাট কোহলি (১৭ বলে ১৮) অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন। 


পয়েন্ট তালিকায় ব্যাঙ্গালোর দ্বিতীয় স্থানে উঠে আসলেও আজকের হারের পরও প্রথম চারে নিজেদের জায়গা ধরে রেখেছে কলকাতা (চতুর্থ)।