উৎকর্ষ বাংলার অধীনে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনি আবেদন করুন
জেলা স্তরে উৎসর্গ বাংলার অধীনে ডিসট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিট্যান্ট ম্যানেজার কাম ডিইওএস এবং ব্লক লেভেল স্টাফ পদে কন্ট্র্যাকচুয়াল ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে বয়স সীমা হতে হবে ১/১২/২০২০ অনুসারে ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে। রাজ্যের ২৩টি জেলায় বিভিন্ন পদে মোট শূন্যপদ ১৬২।
পোস্ট-
- ডিসট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার,
- সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার,
- প্রজেক্ট অ্যাসিট্যান্ট ম্যানেজার কাম ডিইওএস এবং
- ব্লক লেভেল স্টাফ
শূন্যপদ
- ডিসট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, - ০২
- সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, - ০২
- প্রজেক্ট অ্যাসিট্যান্ট ম্যানেজার কাম ডিইওএস এবং - ১১৪
- ব্লক লেভেল স্টাফ - ৪৪
আবেদনের সময় সীমা-
- আবেদন শেষের তারিখ- ১৩ই নভেম্বর ২০২০ বিকাল ৫টা
বয়স সীমা-
- নিম্নসীমা- ২৩ বছর ১/১২/২০২০ অনুসারে
- ঊর্ধ্বসীমা -৪৪ বছরে ১/১২/২০২০ অনুসারে
- এসসি, এসটি ও ওবিসি দের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে।
পরীক্ষা পদ্ধতি -
- লিখিত - ৫০ নম্বর
- হাতে কলমে (প্রাক্টিকাল) - ৩০ নম্বর
- ইন্টারভিউ - ২০ নম্বর
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রাক্টিকালে ও তারপর উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ে ডাক পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া-
- পদ্ধতি- অনলাইন
- আবেদনের ওয়েবসাইট - www.pbssd.gov.in
শিক্ষাগত যোগ্যতা -
- ডিসট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার- পোস্ট গ্র্যাজুয়েট, ২ বছরের অভিজ্ঞতা, কম্পিউটারে জ্ঞান, বাংলা ভাষা ও লোকাল ভাষায় কথা বলার ও লেখার দক্ষতা
- সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার- পোস্ট গ্র্যাজুয়েট, ১ বছরের অভিজ্ঞতা, কম্পিউটারে জ্ঞান, বাংলা ভাষা ও লোকাল ভাষায় কথা বলার ও লেখার দক্ষতা
- প্রজেক্ট অ্যাসিট্যান্ট ম্যানেজার কাম ডিইওএস - বিসিএ / এমসিএ, বাংলা ভাষা ও লোকাল ভাষায় কথা বলার ও লেখার দক্ষতা, মিনিটে ৩০টি শব্দ টাইপিং -এর দক্ষতা
- ব্লক লেভেল স্টাফ- কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ গ্র্যাজুয়েট, ১ বছরের অভিজ্ঞতা, বাংলা ভাষা ও লোকাল ভাষায় কথা বলার ও লেখার দক্ষতা
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন -
আবেদন করতে ক্লিক করুন-
অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊