ফটোশ্যুটে জ্যাকলিন ফার্নান্ডেজ, ভাইরাল নেট পাড়া
'নবরাত্রি শেষে দশেরায় কর্মীকে গাড়ি উপহার দিয়ে খবর উঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন। তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়। আপ্লুত হন ভক্তরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফটোশ্যুটের ছবি পোস্ট করে জ্যাকলিন। আর লেখেন, ''নিজে ভালো থাকতে গেলে, আনন্দে বাঁচার জন্য আপনার যেটি মন চায় সেটাই করুন। এমনকি যদি গোটা বিশ্ব অন্য কথা বলে তাহলেও।''
একে একে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনও দিয়েছেন তিনি। জ্যাকলিন ক্যাপশানে লিখেছেন, ''Follow your bliss!! Even when the world says no!!''
আরও একটি ছবির ক্যাপশানে জ্যাকলিন লিখেছেন, ''Change your thoughts, change your life''।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊