Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদী দূষণের হাত থেকে রক্ষা করতে হাত লাগালো ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন

 


নদী দূষণের হাত থেকে রক্ষা করতে হাত লাগালো ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন 


সংবাদ একলব্যঃ 

সদ্য শেষ হল দুর্গোৎসব। যদিও এবছরের দুর্গাপূজা নিউ নর্মালে কোভিড নিয়ন্ত্রনে নানা বিধি নিষেধ মেনে হয়েছে। দশমীতে বিসর্জন হয়ে গেছে প্রতিমা। এর জেরে নদী গুলোতে দূষন ছড়ানোর আশঙ্কা থাকে। প্রতি বছরের ন্যায় এবছরেও বিসর্জনের পর নদী দূষণের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে ধুপগুড়ির ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 




নদীদূষণের হাত থেকে রক্ষা পাওয়া এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও জলঢাকা দশমীর বিসর্জন ঘাটে ইচ্ছেডানার তরফ থেকে প্রতিমার কাঠামো তোলা, প্ল্যাসটিক দ্রব্যাদি, ফুলমালা পরিষ্কারপরিচ্ছন্ন করতে হাত লাগানো হয়। পাশাপাশি প্রতিমানিরঞ্জনে সহায়তা করা সাথে স্যানিটাইজা করা হয় সংস্থার পক্ষ থেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code