Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক্ষ্মী পুজোর সময়ে ঘরে আগুন লেগে অসহায় পরিবার- পাশে দাঁড়ালেন দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক

লক্ষ্মী পুজোর সময়ে ঘরে আগুন লেগে অসহায় পরিবার- পাশে দাঁড়ালেন দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন  আধিকারিক



নিজস্ব প্রতিনিধি ৩১ শে অক্টোবর , দিনহাটা ঃ 

দিনহাটা ১ নং ব্লকের অন্তর্গত  বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েত এলাকার বাত্রিগাছ  গ্রামে একটি বাড়িতে গতকাল লক্ষ্মী পুজোর সময়ে ঘরে আগুন লেগে যায়।   


পঞ্চায়েত প্রশাসন এবং দিনহাটা ১ ব্লক প্রশাসন সূত্রে খবর  এদিন আনুমানিক সন্ধ্যা ৭ টায় গ্রামের বাসিন্দা সুকুমার বর্মনের  বাড়িতে ওই ঘটনা ঘটে। 


প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে দমকলের  একটি ইঞ্জিন পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে।


পরের দিন  অর্থাৎ ৩১ শে অক্টোবর শনিবার দুপুর ২: ৩০   টায়  দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন  আধিকারিক  সৌভিক চন্দের নির্দেশে  বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক পরিমল চন্দ্র মোদক  সেখানে গৃহস্থালীর উপকরণ ও খাদ্য সামগ্রী নিয়ে  পৌঁছান। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান ও অন্যান্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code