ধর্ষণের অপরাধে শাস্তি মৃত্যুদন্ড, নয়া বিধান আনছে বাংলাদেশ
ধর্ষণের অপরাধে নয়া বিধান আনতে চলেছে বাংলাদেশ। দিনের পর দিন বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ। সারা দেশ জুড়ে অপরাধীর কড়া শাস্তির দাবি উঠেছে। জনমতের কথা মাথায় রেখেই ধর্ষণের ক্ষেত্রে এবার সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, শীঘ্রই নতুন আইন আসবেই জানাচ্ছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কয়েকদিন আগেই ধর্ষণের শিকার হন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হলেও পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলেও অভিযোগ। অবশেষে আদালত চত্বরে আত্মহত্যা করার হুমকি দেন নির্যাতিতা। এই ঘটনার জেরে প্রবল ভাবে উত্তপ্ত বাংলাদেশ। এরপরেই নয়া আইন আনার প্রস্তুতি নিয়েছে হাসিনা সরকার। সোমবার জাতীয় সংসদে উত্থাপনের পর দ্রুত এই নয়া আইন আসবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রককে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। আগামী জাতীয় সংসদে নয়া বিল পেশ করা হতে পারে। অথবা এটি অধ্যাদেশ আকারে খুব তাড়াতাড়ি জারি হতে পারে। আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এবার তা বেড়ে মৃত্যুদণ্ড হতে পারে।”
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক জানান, “গত দু’মাস ধরে সমাজে ধর্ষণ, হত্যা অসহনীয় অবস্থায় বেড়েছে। এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন আইন করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊