ONLINE-এ ভোটার কার্ড সংশোধন-আপনার পুরানো সাদাকালো ছবি বদলে ফেলুন বাড়িতে বসে মাত্র ২ মিনিটে
ONLINE-এ ভোটার কার্ড সংশোধন করবেন কীভাবে জেনে নিন এক নজরে
ভোটার কার্ডে নাম, পিতার নাম, ঠিকানা সহ অনেকেরই অনেক কিছু ভুল সংশোধন করা জরুরী। আর তার জন্য দপ্তরে দপ্তরে না ঘুরে নিমেষেই আপনি অনলাইনে সংশোধনের আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন করবেন-
- যদি আপনার ভোটার কার্ডে কোনও কিছুর ভুল সংশোধন করতে হয় তবে প্রথমে ভোটার কার্ড সংশোধনের ওয়েবসাইট অর্থাৎ NVSP পোর্টালে ভিজিট করতে হবে।
- NVSP পোর্টাল খুলে “VOTER PORTAL” -এ যেতে হবে। সরাসরি যেতে ক্লিক করুন- VOTER PORTAL
- এই পোর্টালে প্রবেশের পর আপনাকে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আগেই অ্যাকাউন্ট থাকলে তথ্য দিয়ে লগ ইন করতে পারেন। আর না থাকলে ই-মেইল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন দিয়ে রেজিস্টার করে লগ ইন করতে পারেন।
- এরপর Correction in Voter ID ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর লগ ইনের জন্য আপনাকে নাম, রাজ্য ও লিঙ্গ দিয়ে সাবমিট করতে হবে।
- এবার আপনাকে ভোটার কার্ডে যে বিষয়টি সংশোধন করতে চান তা তা সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ছবি, অভিভাবকের নাম, সম্পর্ক পরিবর্তনের আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন ফরম্যাটে ভোটার আইডি কার্ড চাইলে তাও আবেদন করতে পারেন।
- এরপর আপনি যা সংশোধন করবেন তার প্রমান হিসেবে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে।
- সংশোধনের আবেদনের পর আপানাকে একটি কোড দেওয়া হবে। সেই কোডটি যত্ন সহকারে রাখতে হবে। এই কোড ব্যবহার করে আপনি নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।
ছবি পরিবর্তনের জন্য মনে রাখবেন ছবির মাপ 3.5*4.5 cm (width*height) হওয়া বাঞ্ছনীয় আর সাইজ ২০০ কেবির নীচে। আর ছবির ফরম্যাট অবশ্যই .jpg/.jpeg হতে হবে।
ছবি ছাড়াও আরও যে যে তথ্য পরিবর্তন করতে পারবেন-
মূল ওয়েবসাইট - https://www.nvsp.in/
সরাসরি ভোটার কার্ড সংশোধন করতে আবেদন করতে - https://voterportal.eci.gov.in/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊