বিজেপি সমর্থক হওয়ার জন্য একশো দিনের কাজ থেকে বঞ্চিত! 





একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভাঙ্গামালি এলাকায়। 

অভিযোগ, রাস্তার কাজে ১৭১ জন লেবার কাজ করার কথা থাকলেও সেখানে মাত্র ৪০ জন লেবার দিয়ে কাজ করাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা -নেত্রীরা। 

এরই প্রতিবাদে এদিন সকল গ্রামবাসি মিলে জমায়েত হন। স্থানীয় নারায়ণ চন্দ্র রায় বলেন, মাস্টাররোলে নাম দেওয়া সত্ত্বেও কাজে নাম আসেনি। সাথে বিজেপি সমর্থক হওয়ার জন্য একশো দিনের কাজ থেকে আমি বঞ্চিত।