Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধর্ষকদের কঠোর শাস্তির দাবীতে কংগ্রেস সহ বামসংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল

ধর্ষকদের কঠোর শাস্তির দাবীতে কংগ্রেস সহ বামসংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল নবদ্বীপে



নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপঃ 

উত্তর প্রদেশের মনীষা বাল্মিকীর ধর্ষক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং দেশ জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে কংগ্রেস এবং  বামসংগঠনের পক্ষ থেকে নবদ্বীপ শহর জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়। 


মিছিলে দাবী তোলা হয় মোদি যোগী অপসারন চাই। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন CPIML এর নদিয়া জেলার নেতা পরিক্ষীত পাল, জাতীয় কংগ্রেসের নিমর্ল সাহা, CPIM এর লোকাল কমিটির সম্পাদক গৌর দাস এবং AICCTU এর নেতা তপন ভট্টাচার্য, নবদ্বীপ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমরেন্দ্রনাথ বাগচি  সহ অনান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code