Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপনি কি জানেন কেন পালন করা হয় বিশ্ব রোজ দিবস?

আপনি কি জানেন কেন পালন করা হয় বিশ্ব রোজ দিবস?

credit



আপনি কি জানেন কেন পালন করা হয় বিশ্ব রোজ দিবস? এই বিশ্ব রোজ দিবসের আড়ালে কোন ঘটনা লুকিয়ে আছে? 



কানাডার ছোট্ট মেয়ে মেলিন্ডা। বিরল মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয় সে। কিন্তু ভেঙ্গে পড়েনি। ক্যান্সারে আক্রান্ত হয়েও । ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে আসে মেলিন্ডা। 

মেলিন্ডা রোজ হাথওয়ে



কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। ১৯৯৬ সালে দীর্ঘ ৩ বছরের লড়াই শেষে মাত্র ১৫বছর বয়সে সে বিদায় নেয়।


এখানেই সব শেষ হতে পারতো, কিন্তু না। মেয়ের মৃত্যুর পর প্রতিবছর তাঁর জন্মদিনে মেলিন্ডার বাবা ক্যান্সারের সাথে লড়াই করা রোগীদের গোলাপ ফুল দিয়ে মনোবল বৃদ্ধির কর্মসূচী নেয়। 


এইভাবে আজকের দিনে বিশ্ব গোলাপ দিবস পালনের মধ্যদিয়ে মেলিন্ডার মতন সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বৃদ্ধি করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code