Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্ত মৃত্যু তদন্তে মাদক মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে তলব করতে চলেছে NCB !


সুশান্ত মৃত্যু তদন্তে মাদক মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে তলব করতে চলেছে NCB ! 


সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তে উঠে আসা মাদকের মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে তলব করতে চলেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।




এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এনসিবির তদন্তের অধীনে কয়েকটি ড্রাগ চ্যাটে 'ডি' এবং 'কে' অক্ষরযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। যদিও ডি সনাক্ত দীপিকা পাডুকোন হিসাবে, 'কে' করিশ্মা যিনি কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মচারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে দীপিকার ম্যানেজার করিশ্মা। সূত্রের খবর, ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে।



চলতি সপ্তাহেই দীপিকা পাড়ুকোনকে সমন পাঠানো হবে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। শ্রদ্ধা কাপুর, সারা আলি খানদের সঙ্গেই দীপিকাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। রকুলপ্রীত সিংকেও চলতি সপ্তাহে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code