কেন মহালয়ার ১ মাস পর দুর্গা পূজা, এর আগেও কি ঘটেছিলো এমন ঘটনা? 




এবছরের মহালয়া যেন আর পাঁচটা  বছর থেকে একদমই আলাদা। মহালয়ার ৬ দিন পর থেকেই যেখানে দুর্গা মায়ের বন্দনা শুরু হওয়ার কথা সেখানে এবছর ১ মাস পর শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। একদিকে করোনা মহামারী অপরদিকে এমন ঘটনা- দুইয়ে মিলে কেমন যেনও মন ভার করে দেয়। যদিও অনেকে ইয়ার্কির ছলে বলছে মা দুর্গা স্বামীর বাড়ি থেকে রাজ্যে আসছে এমন করোনা পরিস্থিতিতে-তাই হোম কোয়ারেন্টিনে তো থাকতেই হবে। সে তো আমাদের ঘরেরই মেয়ে উমা। 


তবে আপনি সত্যিটা জানেন কি, কেন এবছর এমন ঘটনা? মহালয়ার ১ মাস পরে কেন হচ্ছে দুর্গা পূজা?  এবছর আশ্বিনে নয়, আসলে মা আসছেন কার্তিকে। জানা যাচ্ছে, এ বছর দুটো অমবস্যা একই মাসে পড়ে যাওয়ায় আশ্বিন মাস মল মাস। ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে গিয়েছে। এই বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর হলেও, ষষ্ঠী পড়েছে ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস, দুই পঞ্জিকা মতেই এই সিদ্ধান্ত। 

তবে এমন ঘটনা কিন্তু প্রথমবার নয়। আগেও এমনটা ঘটেছিল- ১৯৮২ এবং ২০০১ সালেও। তাই মন ভার নয়, দেখতে দেখতে কেটে যাবে অপেক্ষার প্রহর। 

2020 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট

নবরাত্রি- শনিবার- ১৭ অক্টোবর ২০২০
মহা পঞ্চমী-মঙ্গলবার-২০ অক্টোবর ২০২০
মহা ষষ্ঠী-বুধবার -২১ অক্টোবর ২০২০
মহা সপ্তমী-বৃহস্পতিবার-২২ অক্টোবর ২০২০
মহা অষ্টমী-শুক্রবার-২৩ অক্টোবর ২০২০
মহা নবমী-শনিবার-২৪ অক্টোবর ২০২০
মহা দশমী-রবিবার-২৫ অক্টোবর ২০২০