Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭ দিনের জন্য ১ জিবি করে ডাটা ফ্রি দিচ্ছে ভোডাফোন আইডিয়া Free 1GB 4G Data for 7 Days

Vi (Vodafone Idea) Offering Customers Free 1GB 4G Data for 7 Days

৭ দিনের জন্য ১ জিবি করে ডাটা ফ্রি দিচ্ছে ভোডাফোন আইডিয়া





ভোডাফোন আইডিয়া, নতুন নাম Vi - তার গ্রাহকদের বিনামূল্যে 1 জিবি  4G ডেটা  বিনামূল্যে দিচ্ছে। নতুন রূপে আসার পর Vi ভারতে JIO এর সাথে জোর কদমে টেক্কা দিতে চাইছে।  ভারতে খুব দ্রুত নিজের ব্যবসা প্রসারণ করতে নিত্য নতুন অফার নিয়ে হাজির হচ্ছে। আরও পড়ুনঃ  ১ অক্টোবর থেকে স্বাভাবিক হচ্ছে অনেক কিছুই- বড়  ঘোষণা মুখ্যমন্ত্রীর


সম্প্রতি এমনি একটি অফার চালু করেছে Vi- যেখানে বিনামূল্যে ৭ দিনের জন্য ১ জিবি করে 4G DATA দেওয়া হচ্ছে। তবে ৭ দিনের মধ্যেই DATA ব্যবহার করে ফেলতে হবে। আপনার নাম্বারেও এই অফার রয়েছে কিনা তা দেখার জন্য Vi App থেকে নিজের একাউন্টে যান, সেখানেও দেখতে পাবেন আপনার জন্য এই অফারটি প্রযোজ্য হয়েছে কিনা। 

এছাড়াও সম্প্রতি ৪৯ টাকায় ২৮ দিনের জন্য আনলিমিটেড কল এবং 3GB নেট এর অফার দিয়েছে। তবে এর জন্য গ্রাহককে Phone Pe এর মাধ্যমে রিচার্জ করতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code