pic source: internet


৮৫ বছর বয়সে প্রয়াত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পূর্বা দাম 

Veteran Rabindra Sangeet exponent Purba Dam dies at 85




চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পূর্বা দাম। শনিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে ৮৫ বছর বয়সে আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।



বারো বছর বয়সে সংগীত শিল্পী সুচিত্রা মিত্রের কাছে শিক্ষা শুরু হয় পূর্বা দামের। তোমার তরী বাওয়া, সীমার মাঝে অসীম তুমি, মধুর রূপে বিরাজো সহ একাধিক জনপ্রিয় অ্যালব্যাম রেকর্ড করেছেন তিনি। আশির দশকে অন্যতম রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে 'সঙ্গীত সম্মান' প্রদান করা হয়েছিল।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে জানান, "তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদয়তার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্র- সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"