BMOH কে ২০দিনের সময় দিয়ে ধর্মঘট তুলে নিল আন্দোলনকারীরা, সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন 



সংবাদ একলব্যঃ

তৃতীয় দিনেও ওকড়াবাড়ী হাসপাতালে অব্যাহত  ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীদের বিক্ষোভ।  ওকড়াবাড়ী হাসপাতালের মেইন ব্লিন্ডিং-য়ের সামনে প্ল্যাকার্ড বসিয়ে কয়েকদিন থেকেই চলছে এই বিক্ষোভ কর্মসূচী। ভ্যাকসিন ক্যারিয়ার লিঙ্কম্যান ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী সারা জেলা জুড়ে চলছে বলেই জানিয়েছিলেন কর্মীরা। তাঁদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল ভ্যাকসিন কেরিয়ার কর্মীদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া ও বেতন বৃদ্ধি।



কয়েকদিন থেকে আন্দোলন চললেও কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পায়নি বলেই জানিয়েছেন কর্মীরা। 


অবশেষে, আজ সমস্যা সমাধানের জন্য বিএমওএস- কে ২০দিনের সময় দিয়ে ধর্মঘট তুলে নেন আন্দোলনকারীরা। ২০দিনের মধ্যে কোনও রুপ সুরাহা না হলে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান তাঁরা। 



এদিকে, ভ্যাকসিন কর্মীদের আন্দোলন চললেও হাসপাতালের পরিষেবা চালু ছিল বলেই জানা যায়। 

প্রসঙ্গত, আন্দোলনের প্রথম দিন সরকার স্বাস্থ্যবিভাগের প্রতি অবৈধ আচরণ করছেন বলে জানিয়ে এক কর্মী জানান, আগে আমাদের বেতন ছিল ১৫০ টাকা এখন তা করা হয়েছে ৯০ টাকা। যেখানে যাওয়া আসার ভাড়া ১২০ টাকা খরচ লাগে, ঘর থেকে ৩০টাকা দিতে হচ্ছে। আমাদের কাজ টা ধরে রাখার জন্য নিজেদেরকেই খরচ করতে হচ্ছে। তাই আমরা এই আন্দোলন। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। 


এখন সুরাহার দিকেই তাকিয়ে আন্দোলনকারীরা। বিএমওএইচ কে দেওয়া এই কুঁড়ি দিনে আন্দোলনকারীরা সুরাহা পায় কিনা তাই এখন দরকার। তবে কর্মীদের কথায়, যদি সুরাহা না হয় তবে বৃহত্তর আন্দোলন আরম্ভ করে দেবেন তাঁরা ফলে স্বাস্থ্য ক্ষেত্রে তাঁর যে একটা খারাপ প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।