কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে নজিরবিহীন ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের
কলকাতা ঃ
কলেজ- বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। ১লা অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত হবে পরীক্ষা। তবে এবার প্রতিবারের মতো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দিতে হবে না পরীক্ষা, একদম ঘরে বসেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। যাকে বলা হচ্ছে অনলাইন ওপেন বুক এক্সামিনেশন online open book examination।
কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানিয়েছে, যে বিষয়ে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু থেকে তৈরি প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে। সেই প্রশ্নপত্র থেকে বাড়িতে বসেই উত্তর করে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ই-মেইল মারফত উত্তরপত্র জমা দিতে হবে পরীক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, আরও জানা গেছে, যাঁদের সুবিধে নেই, তাঁরা হার্ডকপি জমা দিতে পারবেন। নিজের কলেজের শিক্ষকরাই উত্তরপত্র ও খাতা দেখবেন। ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক-স্নাতকোত্তরের ফলপ্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
পরীক্ষা সূচি বিস্তারিতভাবে নির্দেশিকা দিয়ে জানানো হবে বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊