প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে উৎসাহ দিতে বিশেষ ইন্সেন্টিভ ঘোষণা করল রাজ্য সরকার
রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে উৎসাহ দিতে বিশেষ ইন্সেন্টিভ ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর বিরাট ঘোষণা করল রাজ্য । ব্যক্তিগত উদ্যোগে শিল্পতালুক তৈরির জন্য যে কোনও শিল্প সংস্থা বা উদ্যোগপতিকে ২ কোটি থেকে ১০ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
২০১৪ সালে ইন্সেন্টিভ পলিসি গ্রহণ করে সরকার যার মেয়াদ শেষ হয়ে যায় ২০১৯ সালে। এবার ফের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প সৃষ্টির জন্য উৎসাহ দিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে সেই ইন্সেন্টিভ পলিসির ৫ বছরের জন্য পুনর্নবীকরণ করা হল বলেই জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
পলিসি অনুযায়ী, ২০ থেকে ৩৯ একর পর্যন্ত জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পতালুক তৈরি করলে দু'কোটি টাকা ইন্সেন্টিভ, ৪০ থেকে ৫৯ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পতালুক তৈরি করলে ৪'কোটি টাকা ইন্সেন্টিভ,৬০ থেকে ৭৯ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পতালুক তৈরি করলে ৬'কোটি টাকা ইন্সেন্টিভ, ৮০ থেকে ৯৯ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পতালুক তৈরি করলে ৮'কোটি টাকা ইন্সেন্টিভ দেওয়া হবে। আর ১০০ একরের বেশি জমিতে যদি শিল্পতালুক হয়, তাহলে ইন্সেন্টিভস হিসেবে 10 কোটি টাকা দেবে রাজ্য সরকার।
পাশাপাশি, শিল্প তালুকের মধ্যে রাজ্য সরকার বিদ্যুতের সাব স্টেশন তৈরি করে দেবে বিনামূল্যে, তৈরি করে দেবে রাস্তা। জমি ক্রয়ের সময় যে স্ট্যাম্প ডিউটি লাগবে, তা রাজ্য সরকার পরে ফিরিয়ে দেবে। এছাড়া কমন এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সি ই টি পি) তৈরি করলে ৫ লক্ষ টাকা দেবে সরকার।
ইতিমধ্যে রাজ্যে ১৩০০ একর জমির উপরে ১৪টি এ ধরনের পার্ক তৈরি হয়েছে। এবার আরও ১০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। সে কারণেই ইন্সেন্টিভ পলিসি পুনর্নবীকরণ করল রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊