নির্বাচন কমিশনের দায়িত্ব ভার গ্রহণ করলেন মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আইএস, রাজীব কুমার 

Former Finance Secretary Rajeev Kumar assumes charge as Election Commissioner of India


নির্বাচন কমিশনের পদ থেকে দিন কয়েক আগেই ইস্তফা দিয়েছেন অশোক লাভাসা। এবার তাঁর জায়গায় দায়িত্ব ভার গ্রহণ করলেন মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আইএস, রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনারের তিন সদস্যের প্যানেলে তৃতীয় উচ্চপদস্থ কর্তা হিসেবে যোগদান করলেন এই প্রাক্তন অর্থসচিব এবং অবসরপ্রাপ্ত এই আইএস। এছাড়াও, এই প্যানেলে রয়েছেন সুনিল অরোরার ও সুশীল চন্দ্র। 




গত ২১ অগাস্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই দায়ভার তুলে দেন ১৯৮৪ সালের ব্যাচের এই আইএস অফিসার রাজীব কুমারের হাতে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্টের পদের দায়িত্ব সামলাবেন অশোক লাভাসা। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আইএস অফিসারদের মধ্যে রাজীব কুমার একজন।