Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধিক হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা




একাধিক হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা


বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও একের পর এক সাফল্য পেয়ে আসছে। এবার অস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রীদের দলে শামিল হতে চলেছেন প্রিয়াঙ্কা। অস্কার জয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটও রয়েছেন সেই দলে। এক আন্তর্জাতিক সিরিজে কণ্ঠ দেবেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। ‘আ ওয়ার্ল্ড অফ কাম’ (A World of Calm) সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 



পয়লা অক্টোবর থেকে এইচবিও ম্যাক্সে (HBO MAX) দেখা যাবে ১০ এপিসোডের এই সিরিজ। মনোরম দৃশ্যের প্রেক্ষাপটে গল্প শোনানো হবে এই সিরিজে। যাতে দর্শকদের মন শান্ত হয়। সিরিজের নতুন এই এপিসোড গুলিতে কণ্ঠ দেবেন মাহেরশালা আলি , ইদ্রিশ আলবা , অস্কার আইজ্যাক , নিকোল কিডম্যান , লুসি লিউ এবং কিয়ানু রিভস । তাঁদের সঙ্গেই যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইন্সলেট। 


টুইট করে এই খবর প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code