Netflix, Amazon Prime, Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে Jio!
প্রিপেইডের পর এবার পোস্টপেইড কানেকশনেও ধামাকা অফার নিয়ে হাজির Jio। নতুন পাঁচটি পোস্টপেড প্ল্যান এনেছে Jio। এবার পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যেই Netflix, Amazon Prime and Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দিচ্ছে Jio!
৩৯৯ টাকা, ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা ও ১৪৯৯ টাকার চারটি প্ল্যান এনেছে Jio। পোস্টপেইড গ্রাহকদের জন্য সস্তায় প্রচুর ডেটা আর অফুরন্ত বিনোদনের সুযোগ নিয়ে হাজির হয়েছে Reliance Jio।
এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ফ্রি কলিং, অতিরিক্ত ডেটা, ডেটা রোলওভারের সুবিধা, ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং-সহ একাধিক সুযোগ-সুবিধা রয়েছে । এছাড়া Netflix, Amazon Prime and Disney+ Hotstar-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে।
৩৯৯ টাকার প্ল্যানে ৭৫ জিবি ডেটা, ৫৯৯ টাকার প্ল্যানে ১০০ জিবি ডেটা, ৭৯৯ টাকার প্ল্যানে ১৫০ জিবি ডেটা, ৯৯৯ টাকার প্ল্যানে ২০০ জিবি ডেটা আর ১,৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০০ জিবি ডেটা প্রতি মাসে পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊