মুক্তি পেতে চলছে শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছে নিয়ে তৈরি মিউজিক ভিডিও ছুটতে ছুটতে থেমে গেছি


SANGBAD EKALAVYA:

নিজস্ব সংবাদদাতা, শচীন পালঃ করোনা আবহের মধ‍্যেই রিলিজ হতে চলছে মিউজিক ভিডিও "ছুটতে ছুটতে থেমে গেছি"। শৈশবের দিন গুলো আমাদের সকলকে নাড়া দেয়। আজকের কর্ম ব্যস্ততায় আমাদের কার না ইচ্ছা করে একটু সুযোগ পেলে শৈশবে ফিরে যেতে। আর আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশবের দিন গুলোর কথা মাথায় রেখে শিল্পী অর্ণব সেন, তাঁর বন্ধুদের নিয়ে তৈরী করেছ ফেলেছেন তাঁর নতুন মিউজিক ভিডিও  "ছুটতে ছুটতে থেমে গেছি "‌।



আগামী ১৩'ই সেপ্টেম্বর রবিবার ঠিক সন্ধ্যা ৬ টায় সময় বাংলা চ‍্যানেলের পর্দায় রিলিজ হচ্ছে তাঁর এই মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওতে সহযোগিতা করেছেন বিকাশ তামাং, শুভেন্দু বর, শুভদীপ জানা, স্বস্তি চ্যাটার্জী। শিশু শিল্পীর ভূমিকায়  রয়েছেন সিলভিয়া মাইতি ও স্বর্ণাভ গোস্বামী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অনির্বান মিশ্র।