মহালয়ার সন্ধ্যায় দিনহাটায় যাত্রা শুরু হলো কালপুরুষ সাহিত্য বিবর্তন গোষ্ঠীর




মহালয়ার সন্ধ্যায় দেবীর আগমনের বার্তার সাথে সাথে নতুন সাহিত্য গোষ্ঠীর গঠন হলো দিনহাটায়। গুগোল মিটে ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে কালপুরুষ সাহিত্য বিবর্তন গোষ্ঠী গঠন হলো। 


পত্রিকার সম্পাদক নির্বাচিত হন সোনিদেবী হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র গৌরব চক্রবর্তী, সহ সম্পাদক হিসেবে মনোনীত হন বিশিষ্ট সাহিত্যিক লিপি সাহা। প্রকাশক মুশাইত আলী। 

ভার্চুয়াল সভার মধ্যেই মধ্যে ঠিক হয় আগামী ২০ই অক্টোবর চতুর্থীর পূণ্যলগ্নে কালপুরুষ সাহিত্য বিবর্তন পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ হবে। 

পত্রিকার উপদেষ্টামণ্ডলীর সদস্য অর্নব অধিকারী বলেন বর্তমান পরিস্থিতির জন্য আমরা আমাদের পত্রিকাটি অনলাইনে প্রকাশ করব এবং দুর্গাপূজার সময় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবো। আমাদের গোষ্ঠীর মূল উদ্দেশ্য শুধু সাহিত্য চর্চা নয় আমরা বিভিন্ন সমাজ সেবা মূলক কাজও করব। 

এদিনের ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন দিনহাটা কলেজ ছাত্র অনির্বাণ বসু, কবির হোসেন, শঙ্খদীপ দেবনাথ প্রমূখ।