শ্রমিক-মালিক সমঝোতায় খুলে গেল কালচিনি এবং রায়মাটাঙ্গ চা বাগান


অনীক চৌধুরী, আলিপুরদুয়ারঃ 


২০১৯ এর ২৭ সে সেপ্টেম্বর বিভিন্ন ইস্যুতে বন্ধ হয়ে যায় বক্সা দুয়ার টি কোম্পানি লিমিটেডের দুটি চা বাগান। কালচিনি চা বাগান এবং রায়মাটাঙ্গ চা বাগান।বন্ধ হওয়ার ঠিক এক বছরের মাথায় শ্রমিক-মালিক সমঝোতায় সোমবার থেকে খুলে গেল চা বাগান দুটি।



ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে চা বাগানে শ্রমিক-মালিক অসন্তোষ,বাগান লকআউট বা বাগান বন্ধ হয়ে যাওয়ার খবর প্রায়শই কানে আসে।কিন্তু বন্ধ চা বাগানের পুনরায় পথ চলা শুরু হওয়া সত্যি নজিরবিহীন।কিন্তু এই পথচলা নতুন করে শুরু হওয়ার সাক্ষী থাকল জেলা অলিপিরদুয়ার।বক্সা দুয়ার টি কোম্পানি লিমিটেডের দুটি বাগান কালচিনি এবং রায়মাটাঙ্গ চা বাগানের পথ চলা শুরুর পেছনে রয়েছে বহু আন্দোলন,শর্ত এবং বোঝাপড়া।২৬ সে সেপ্টেম্বর শিলিগুড়ির শ্রম ভবনে শ্রমিক,মালিক নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করা হয়।সেই বৈঠকে প্রচুর বাদ বিবাদের পর সকলের সহমতে একটি এগ্রিমেন্ট হয়।সেই অনুরূপ এদিন থেকে দুটি চা বাগান খোলার সিদ্ধান্ত হয়।



এদিন কাজে যোগদানের আগে ফ্যাক্টরি গেটের সামনে বাগানের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি গেট মিটিং করা হয়।গেট মিটিং শেষে কাজে যোগ দেন দুটি চা বাগানের প্রায় ৩২০০ শ্রমিক।উল্লেখ্য শিলিগুড়িতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধা অনুযায়ী টি ওয়ার্কেরদের বকেয়া বেতনের ১৬ দিনের মজুরি দেওয়া হয়।বক্সা দুয়ার টি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় আগামী ১৭ ই অক্টোবর পূজা বোনাস হিসেবে ১২% করে শ্রমিকদের দেওয়া হবে।