Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইন্টারন্যাশনাল কে.আই.এম গানের প্রতিযোগিতায় প্রথম হ‌ওয়া ৮ বছরের দেবজ্যোতি রায়কে সংবর্ধনা



ইন্টারন্যাশনাল কে.আই.এম গানের প্রতিযোগিতায় প্রথম হ‌ওয়া ৮ বছরের দেবজ্যোতি রায় সংবর্ধনা 


সুজাতা ঘোষ , বাগডোগরা:

নকশালবাড়ীর উত্তর রথখোলার তাপস রায়ের ৮ বছরের ছেলে দেবজ্যোতি রায় ইন্টারন্যাশনাল কে.আই.এম গানের প্রতিযোগিতায় ১৫টি দেশের মধ্যে প্রথম হ‌ওয়ায় গতকাল নকশালবাড়ী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবজ্যোতি রায়কে সংবর্ধনা দেওয়া হয়।



উপস্থিত ছিলেন নকশালবাড়ীর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি‌ মাননীয় পরিমল কুন্ডু মহাশয়,রথখোলার তৃণমূল নেতৃত্ব বিদ্যুৎ দাস মহাশয়,উত্তর রথখোলার তৃণমূল বুথ সভাপতি পরিমল মজুমদার,পিংকি দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code