লাদেনকে চিহ্নিতকারী সারমেয় থাকবে মেট্রো নিরাপত্তার দায়িত্বে !
১লা সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে আনলক ৪। আনলক ৪-এ মেট্রো পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ বন্দোবস্ত করছে সিআইএসএফ। বেলজিয়ান ম্যালিনয়েস প্রজাতির একটি সারমেয় ‘পোলো’-কে দেওয়া হয়েছে সেই ভার। ওসামা বিন লাদেনকে চিহ্নিত চিহ্নিত করতে মার্কিন নেভি সিল বাহিনীকে এই প্রজাতির কুকুরই সাহায্য করেছিল। প্রথম ভারতের রাজধানীতে কোনও জায়গার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে এই প্রজাতির সারমেয়কে।
‘পোলো’-র প্রশিক্ষক এম মরিসেলভম এএনআই-কে জানিয়েছেন, ‘এই একটা কুকুরই তিন বিভাগে দক্ষ। গন্ধ শুঁকতে পারে, আক্রমণ করতে পারে এবং পাহাড়া দিতে পারে।’
পোলো বিশেষ ধরনের কুকুর হওয়ায় দু’জন প্রশিক্ষক নিয়োগ করেছে সিআইএসএফ। জানা গেছে, তৎপরতা, আক্রমণের দক্ষতা এবং গন্ধ শোঁকার ক্ষমতার জন্য সবার চেয়ে আলাদা পোলো। পোলো ৪০ কিলোমিটার হাঁটতে পারে। ওর দুর্দান্ত গন্ধ শোঁকার ক্ষমতার জন্য সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও সাহায্য করতে পারে। রাজীব চক, কাশ্মীরি গেটের মতো স্টেশনে মোতায়েন করা হতে পারে। আমরা চুরির ঘটনার ক্ষেত্রেও পোলোকে ব্যবহার করতে পারি বলে জানান কে৯ দলের হেড ইন্সপেক্টর রাজেন্দ্র পিলানিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊