পান্থপাদপ সোসাইটির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক প্রদান


SANGBAD EKALAVYA:

নিজস্ব প্রতিনিধি, শচীন পালঃ মেধাবী অথচ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটি। রবিবার সকালে মেদিনীপুর জগন্নাথ মন্দির সংলগ্ন পুস্তক ভবন প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের হাতে পুস্তক তুলে দেয় এই সোসাইটি। এদিন পুস্তক প্রদানের দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত একাদশ শ্রেণীর ৬ জন ছাত্র-ছাত্রীকে পাঠ‍্যপুস্তক প্রদান করা হয়। পাঠ‍্যপুস্তকের পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দিতে সবার হাতে মাস্ক ও স‍্যানিটাইজারও প্রদান করা হয়। 

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে পুস্তক প্রদানের প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীর ১১ জন ছাত্র-ছাত্রীকে পুস্তক প্রদান করা হয়েছিল সোসাইটির পক্ষ থেকে। এছাড়া মাস খানেক আগে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ‍্যপুস্তক প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে দেবব্রত পাত্র, সুদীপ কুমার খাঁড়া, অভিজিৎ দাস, সন্দীপ জানা, তরুণ শ‍্যামল প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে সভাপতি সুশান্ত কুমার ঘোষ ও সম্পাদক সূব্রত দত্ত জানিয়েছেন কিছুদিনের মধ্যেই তাঁরা একাদশ শ্রেণীর আরো কিছু শিক্ষার্থীদের হাতে পাঠ‍্যপুস্তক তুলে দেবেন।