বেশ কিছু চুরি যাওয়া জিনিস প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ 



সংবাদ একলব্যঃ 

বেশ কিছুদিন ধরে দিনহাটার আশে পাশের এলাকায় চুরির ঘটনা উঠে এসেছে। সেই চুরি যাওয়া জিনিসের হদিশ ও চোর দের পাকরাও করার চেষ্টায় ব্রত ছিল দিনহাটা থানা। আর সেই চুরি যাওয়া জিনিসের বেশ কিছু জিনিস উদ্ধারও করেছে পুলিশ। 



৮ই সেপ্টেম্বর পুলিশ দিবসে চুরি হয়ে যাওয়া সেই সব জিনিস প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়ল দিনহাটা থানার পুলিশ। 


  • মোটর বাইক :- ০৬ টি 
  • টোটো : - ০২ টি 
  • রেফ্রিজারেটর :- ০১ টি 
  • সোনা ও রুপোর গহনা ( ডাকাতি কেসের )
  • মোবাইল ফোন :- ২৫ টি 
  • স্ট্যাবিলাইজার , গ্যাস ওভেন সহ আরো অন্যান্য দ্রব্যাদি 


এদিন এই দ্রব্য গুলো প্রকৃত মালিকেরা ফিরে পেয়ে বেশ খুশি হয়। দিনহাটা থানা পুলিশের এরুপ সাফল্যে একদিকে যেমন খুশি দিনহাটা বাসী তেমনি খুশি পুলিশ প্রশাসনও। সকলেই চুরি হওয়া সামগ্রী গুলি ফিরে পাওয়ার পরে তারা দিনহাটা থানার পুলিশ আধিকারিকদের কাজের প্রতি তথা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসংখ্য ধন্যবাদ জানান ।