পুলিশের জন্য চালু হল MOBILE FOOD VAN



কোচবিহার ঃ


করোনা আবহে পুলিশের ভূমিকা সর্বদা সক্রিয়, তা চোখে পড়ছে সকলের। তবে এই ডিউটি করতে গিয়ে অনেক সময়েই নানা রুপ সমস্যার সম্মুখীন হতে হয় পুলিশ কর্মীদের। খাওয়ার সমস্যা থেকে এমনকি পানীয় জলের সংকটেও মধ্যেও পড়তে হয় তাঁদের। যেহেতু, কোভিড পরিস্থিতিতে লক ডাউনে সব কিছুই বন্ধ এতে আরও বেশি করে সমস্যায় পড়ছে পুলিশ কর্মীরা। সে কথা মাথায় রেখেই পুলিশ লাইনে পুলিশের জন্য MOBILE FOOD VAN চালু হল। 



আজ কোচবিহার পুলিশ লাইনে পুলিশের জন্য MOBILE FOOD VAN উদ্বোধন করলেন মাননীয় ডি.আই. জি জলপাইগুড়ি শ্রী কল্যান মুখোপাধ্যায় , আই. পি. এস I এছাড়াও, উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর , আই. পি. এস, জেলাশাসক শ্রী পবন কাদিয়ান , আই. এ. এস , ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শ্রী লাল্টু হালদার I



পুলিশের তরফে জানানো হয়েছে, মাননীয় পুলিশ সুপার মহাশয় সর্বদা পুলিশ কর্মীদের ভালোমন্দ সম্পর্কে ওয়াকিবহাল I তাঁর উদ্যোগেই এই MOBILE FOOD VAN তৈরী করা হয়েছে I এই গাড়ি আমরা ক্যান্টিন হিসেবে ব্যবহার করে পুলিশ কর্মীদের কাছে চা - জলখাবার - লাঞ্চ - ডিনার তৈরী করে পৌঁছে দেব বা অকুস্থলে উপস্থিত থেকে বানিয়ে তা পুলিশ কর্মীদের হাতে তুলে দেব I কখনো প্রয়োজনে পুলিশ কর্মীদের বহন করতেও এই বাহনকে ব্যবহার করা যাবে I



কোচবিহারের পুলিশ কর্মীবর্গ সবাই এই MOBILE FOOD VAN পরিষেবা পেয়ে অত্যন্ত আনন্দিত ও নিশ্চিন্ত বোধ করছেন I