আজকের গুণীজন চিত্র শিল্পী ব্রততী রায় 
শুভাশিস দাশ 



যে রাঁধে সে চুলও বাঁধে ' আর এই দুই কাজকেই সামলে নিয়ে ছবি এঁকে চলেছে চিত্র শিল্পী ব্রততী রায় । 

শৈশব থেকেই একটা ঝোঁক ছিলো ছবি আঁকার প্রতি । ব্রততীর ছবি আঁকার আগ্রহ দেখে বাড়ির অভিভাবকরা ওকে আর্টের স্কুলে ভর্তি করে দেন । চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহার কাছে তাঁর ছবি আঁকার পাঠ নেয়া । 


ইতিমধ্যেই অনেক চিত্র কর্মশালায় অংশ নিয়েছে সে । 

জল রঙ , প্যস্টেল , এ্যাক্রেলিক এর কাজ ওর হাতে প্রাণ পায় । এছাড়া কাগজ বোর্ড দিয়ে কোলাজ তৈরি তে সিদ্ধহস্ত ব্রততী । 

তাঁর লক্ষ্য অনেক দূর এগোনো ছবিকে নিয়ে । ওর লক্ষ্য পূরণ হোক এটা আমাদেরও শুভ কামনা ।