Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোভিড রোগীদের চিকিৎসার সহায়তায় প্লাজমা ডোনেশন ক্যাম্প কোচবিহার পুলিশের


কোভিড রোগীদের চিকিৎসার সহায়তায় প্লাজমা ডোনেশন ক্যাম্প কোচবিহার পুলিশের



কোচবিহার পুলিশের মুকুটে নতুন পালক। বৃহস্পতিবার কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এ ব্লাড প্লাজমা ডোনেশন ক্যাম্প এর শুভ সূচনা হল I



এদিনের এই ক্যাম্পের সূচনা করলেন মাননীয় জেলা শাসক পবন কাদিয়ান IAS I এই প্লাজমা ডোনেশন ক্যাম্প -এ মাননীয় পুলিশ সুপার মোঃ সানা আখতার , IPS এর অনুপ্রেরণায় প্লাজমা ডোনেট করলেন দুই করোনা জয়ী সিভিক ভলান্টিয়ার্স একজন আব্দুল কাদের ও অন্যজন পবিত্র কার্জি I 



এর আগে কোভিড পরিস্থিতিতে যখন রক্তের হাহাকার ছিল তখন কোচবিহার জেলা পুলিশ থেকে প্রায় ৭০০ ইউনিট রক্ত কোচবিহারের ব্লাড ব্যাঙ্ক-এ তুলে দেওয়া হয়েছিল I এরপর কোভিড রোগীদের চিকিৎসার সহায়তায় প্লাজমা ডোনেশনও শুরু হল I

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code