Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবার এক বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ প্রসাশন

আবার এক বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ প্রসাশন

রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার ঃ 

১৭ মাস আগে চুরি যাওয়া মোটরবাইকের ঘটনা। মোটর বাইক চুরির যাওয়ার পর মালিক তখন ছুটে আসে থানায়। পুলিশে নিখোঁজ অভিযোগ জানান। এরপর নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। এমনকি চিরূনী তল্লাশি চালানো হয়। অবশেষে উদ্ধার হয় খোয়া যাওয়া মোটরবাইক। 


আইনি জটিলতা ছেড়ে সেই বাইক অক্ষত অবস্থায় তুলে দেওয়া হল প্রকৃত মালিকের হাতে। সখের সেই বাইক আবার ফিরে পেয়ে তার চোখে জল, ঠোঁটে আস্ত হাসি, মনে যেন এক অসম্ভব তৃপ্তি। অংশীদার থানায় উপস্থিত সকল পুলিশ কর্মী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code