২০১৮ সলের পর ফের প্রদেশ কংগ্রেসের দায়িত্বে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই মুহূর্তে লোকসভাতেও কংগ্রেসের দলনেতা অধীরবাবু।



লোকসভায় কংগ্রেসের দলনেতার চওড়া কাঁধেই বাংলায় দলের দায়িত্ব তুলে দিলেন কংগ্রেস হাইকমান্ড  

সংবাদ একলব্যঃ 



শেষমেশ বিধানসভা ভোটের আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরের ওপরেই বাংলায় দলের দায়িত্ব ছাড়ল কংগ্রেস হাইকম্যান্ড। কয়েক সপ্তাহ আগেই কংগ্রেস নেতা সোমেন মিত্রের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ফাঁকা হয়ে যাওয়ার পর নতুন সভাপতি নিয়ে জল্পনা শুরু হয়। এদিন সেই জল্পনার শেষ ঘটালও কংগ্রেস হাইকম্যান্ড। 



সোমেন মিত্রের মৃত্যুর পর অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করতে একাধিক কংগ্রেস নেতা সরব হন, এমনকি রাজ্য কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা আবদুল মান্নান নিজেও অধীরের হয়েই সওয়াল করেছিলেন হাইকম্যান্ডের কাছে। শেষমেশ অধীরের ওপরেই আস্থা রাখল সোনিয়া -রাহুল। 



সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হওয়ায় কিছুটা হলেও শক্তিশালী হল কংগ্রেস বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, বামেদের সাথে সমঝোতা করে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলার কংগ্রেস। অধীরকে দায়িত্ব দেওয়ায় সেই সমঝোতা আরও পোক্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।