উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়





সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গে আসছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। দীর্ঘ ছয় মাস পর ফের উত্তরবঙ্গে আসছেন তিনি। বিধানসভার নির্বাচনের আগে উন্নয়নের কাজে গতি আনতে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 




জানা গেছে, ৪ দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন মুখ‍্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ছাড়াও আরও একাধিক কর্মসূচী রয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে ২১শে সেপ্টেম্বর শিলিগুড়ি পৌছাবেন মুখ‍্যমন্ত্রী। এরপর, ২২ ও ২৩ শে সেপ্টেম্বর ৫ জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ‍্যমন্ত্রী। ২২ শে সেপ্টেম্বর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক এবং ২৩শে সেপ্টেম্বর কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ের প্রশাসনিক বৈঠক হবে। এরপর ২৪শে সেপ্টেম্বর কলকাতায় ফিরে যাবেন তিনি। 





উত্তরবঙ্গে আসলেও জেলা সফরের পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর। উত্তরকন‍্যা-তেই ৫ জেলার প্রশাসনিক বৈঠক সাড়বেন তিনি। গত মার্চের পর ফের উত্তরবঙ্গ সফরে মুখ‍্যমন্ত্রী।