Latest News

6/recent/ticker-posts

Ad Code

চা বলয়ে, চায়ে পে চর্চায় সায়ন্তন





জলপাইগুড়িঃ 

চা বলয়ে,চায়ের কাপ হাতে চর্চায় বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।

ডুয়ার্সের লাটাগুড়ি বাজারে সকাল ১০টা নাগাদ এদিন চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। তাকে দেখে দলীয় কর্মীরা তো বটেই,ভিড় জমিয়েছিলেন অনেক সাধারন মানুষও। অনেকেই বিভিন্ন অভিযোগ জানান- যার বেশির ভাগটাই শাসকদল আর তার অত্যাচার, দুর্নীতি নিয়ে বলে জানালেন সায়ন্তন।


সাধারণ মানুষের বঞ্চনার কথা  শুনে রাজ্যসরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। বিধনসভা নির্বাচনের পর রাজ্যে আর এই অবস্থা থাকবেনা বলে আশ্বাস দেন সকলকে।


বিস্তারিত শুনুন ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code