Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের পথে হেঁটেই টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করলো আমেরিকা


ভারতের পথে হেঁটেই টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করলো আমেরিকা 




এবার ভারতের পথেই হাঁটল আমেরিকা। নিষিদ্ধ করা হল জনপ্রিয় দুই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ও উইচ্যাট। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দুই অ্যাপ বন্ধ করে দিল আমেরিকা। প্রশাসনের তরফে জানানো হয়, দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য অত্য়ন্ত ক্ষতিকর এই দুই অ্যাপ।




বৃহস্পতিবারই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  আমেরিকার অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাক্যলের চিনা-মালিকানাধীন টিকটকে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশের যে খবর প্রকাশ্যে এসেছে, তার ওপর তিনি নজর রাখছেন। নিরাপত্তার স্বার্থের সঙ্গে তা কোনওভাবে আপোস করবেন না তাই অনুমোদনের আগে সব কিছু খতিয়ে দেখতে চান তিনি। ঠিক তাঁর ২৪-ঘণ্টার মধ্যেই, টিকটককে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন।




মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস বলেন, চিনা অ্যাপ গুলো যাতে ব্যক্তিগত তথ্য হাতাতে না পারে সেই মতো প্রেসিডেন্টের নির্দেশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code