শিক্ষক দিবসের প্রাক্কালে UUPTWA হুগলী জেলা,আরামবাগ মহকুমা কমিটির রক্তদান ও বৃক্ষদান কর্মসূচী
গৌতম সাহা,আরামবাগ,হুগলীঃ
আগামীকাল ৫ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন।প্রতিবছরের মতো এই বছরেও এই শুভ দিনটিতেই যথেষ্ট উৎসাহ ও উদ্দিপনার সঙগে পালিত হতে চলেছে শিক্ষক দিবস।এমন একটি দিনের প্রাক্কালে রক্তদান ও বৃক্ষদান কর্মসূচী পালন করল প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA, হুগলী জেলা,আরামবাগ মহকুমা কমিটি।করোনা আবহাওয়ায় সমস্ত সুরক্ষা বিধি মেনে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয় হুগলীর আরামবাগ শহরের অনতিদূরে বাসুদেবপুরে 'হোটেল সানমুন'এ যেটি সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৩ টা শেষ হয়।
করোনা অতিমারির ফলে আজ পশ্চিমবঙ্গের সর্বত্রই রক্তের সংকট।এই অবস্থার সংকট নিরসনে এক বৃহত্তর সামাজিক দায়িত্ত্ব পালনে ব্রতী হলেন এই জেলার আরামবাগ মহকুমার প্রাথমিক শিক্ষকসম্প্রদায়।প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষক- শিক্ষকারা এই অনুষ্ঠানে রক্তদান করেন যাদের প্রত্যকেই উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স এসোসিয়েশান এর সদস্য- সদস্যা।সংগঠনের তরফ থেকে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক, মানপত্র ও ১০০ টি ফলদায়ী গাছ তুলে দেওয়া হয়।
তবে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হল রক্তদান কর্মসূচীর সঙগে মহকুমার বিভিন্ন চক্রের বিদগ্ধ শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভার অায়োজন করা যেখানে এই করোনা আবহাওয়ায় কিভাবে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যো সম্পর্ক নিবিড় করা যায় ও শিশুকে বইমুখী করা যায় ইত্যাদি বিষয়গুলি নিয়ে সুবিস্তারে আলোচনা হয়। প্রসঙগত উল্লেখযোগ্য গত আগস্ট মাস থেকেই সংগঠনের তরফ থেকে বিভিন্ন activity task তৈরী করে শিশুর অভিভাবক দের মধ্যে বিলি করা হয়েছে।বলাবাহুল্য এই অভিনব উদ্যোগের ফলে শিশু শিক্ষার্থীদের বইমুুখী হতে সাহায্য করেছে।এই সামাজিক কর্মকান্ড কে সাধুবাদ জানিয়ে মাননীয় হুগলী জেলা বিদ্যালয় পরিদর্শক( প্রাঃ) ও আরামবাগ বিডিও মহোদয় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।এছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ মহাশয়।তিনি জানান হুগলী জেলা UUPTWA কমিটি যেভাবে শিক্ষকদের ব্যাক্তিগত নানা সমস্যা নিয়ে কাজ করছেন পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন তাতে তিনি গর্বিত। এছাড়াও তিনি সংগঠনের দ্বারা তৈরী শিশু শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন activity task তৈরী করে তাদের বইমুখী করার কাজ কেও ভূয়ষী প্রশংসা করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊