আলিপুরদুয়ার দুই নং ব্লকে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক 



আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী ইতিমধ্যেই জেলার প্রায় সর্বত্র পরিক্রমা করে চলছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক বিচক্ষণতা নজর কাড়ছে জেলার সব মহলে। ইতিমধ্যে জেলার আলিপুরদুয়ার দুই নং ব্লকে তার হাত ধরে বিরোধী দলগুলি থেকে প্রতিদিন প্রচুর মানুষ যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে।জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী কে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ রীতিমতো উল্লেখযোগ্য। আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসে যোগদানপর্ব দেখে চিন্তিত বিরোধী দলগুলি। পিছিয়ে নেই ব্লক নেতৃত্বও। 




ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রানা পাল দিনদিন মানুষের মন জয় করে চলছেন। ব্লক যুব তৃণমূল কংগ্রেস কে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ব্লক যুব সভাপতি। পিছিয়ে নেই ছাত্র পরিষদও। ছাত্র পরিষদের নেতৃত্বরা ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য ছাপ রাখছে এবং তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যোগদান পর্বে। 




মহিলা তৃণমূল কংগ্রেসের ভূমিকাও যথেষ্ট নজর কারছে সাধারণ মানুষজনদের। আলিপুরদুয়ার দুই ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বাপি দাস জানিয়েছেন আমরা ব্লকের প্রত্যন্ত এলাকায় সার্বিক উন্নয়ন করে চলছি এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা আমরা দুয়ারে দুয়ারে গিয়ে দেখছি এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে চলছি। সাধারণ মানুষজন বর্তমানে ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই বলেই জানেন। লোকসভা ভোটের আগে আমাদের বর্তমান সাংসদ জন বাড়লা ব্লকে ভোট প্রচার করতে এসে বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেসব এলাকার সসস্যা সমাধান করবে বলে জানান। ব্লকে সাধারণ মানুষ লোকসভা ভোটে সে সব সমস্যা সমাধানের আসায় বিজেপিকে ভোট দেয় এবং বিজেপি সাংসদ জন বাড়লা কথা দিয়ে কথা রাখেনি এবং সেই সমস্ত সমস্যার সমাধান করছেন মা মাটি মানুষের সরকার এবং মানুষ বিজেপির মিথ্যা চক্রান্ত বুঝে গিয়েছে এবং ব্লকে সমস্ত অঞ্চলগুলিতে বুথভিত্তিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলছেন।