শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষকের হাতে অভিনব উপহার ছাত্রীদের

শচীন পালঃ আগামীকাল ৫ সেপ্টেম্বর রাত পোহালেই শিক্ষক দিবস। করোনা আবহে স্কুল কলেজ বন্ধ। আনলক ফেজ শুরু হবার পরে স্বাস্থ্যবিধি মেনে অনেক জায়গায় শুরু হয়েছে গৃহশিক্ষকতা। আর শিক্ষক দিবসের প্রাক্কালে নিজের ছাত্রীদের কাছ থেকে অভিনব উপহার পেলেন মেদিনীপুরের গৃহশিক্ষক শুভ্রজ‍্যোতি মুখার্জি। 



পূর্ব মেদিনীপুরের মেছেদার যুবক শুভ্রজ‍্যোতি মুখার্জি সপ্তাহে দুদিন মেদিনীপুর শহরের কয়েকজনকে গণিত পড়াতে আসেন। বর্তমান সময় সপ্তাহে একদিন সরাসরি পড়াতে আসেন আর একদিন অনলাইনে  ক্লাস করেন। স্বাভাবিক অবস্থায় ট্রেনে যাতায়াত করলেও, এখন করোনা আবহে তিনি নিজের স্কুটিতেই মেদিনীপুরে আসেন। শুক্রবার সকালেও পড়াতে এসেছিলেন মেদিনীপুরের সুজাগঞ্জে। এদিন পড়ার শেষে নিজেদের বন্ধুদের মধ্যে পূর্ব পরিকল্পনা মতো তাঁর চার ছাত্রী সম্প্রীতি খাঁড়া,কাশিস সাউ, স্নেহা মাল, প্রত‍্যাশা দাসেরা শুভ্রজ‍্যোতি বাবুর হাতে শিক্ষক দিবসের উপহার হিসেবে বর্তমান পরিস্থিতিতে খুব প্রয়োজনীয় দুটি জিনিস পালস্ অস্কিমিটার ও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার  তুলে দেয়। এই চারজন  মেদিনীপুরের বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস ও সারদা বিদ‍্যামন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্রী। 


এই ধরনের উপহার পেয়ে খুশি শুভ্রজ‍্যোতি বাবু। আর শিক্ষকের হাতে করোনা সচেতনতার বার্তা বিষয়ক উপহার তুলে দিতে পেরে খুশি সম্প্রীতি-কাশিস-স্নেহা-প্রত‍্যাশারাও। নিজের কন‍্যা ও তার বান্ধবীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সম্প্রীতির বাবা, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।