পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪ রাজ্যে এখনই বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে না বলেই জানিয়ে দিল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪ রাজ্যে এখনই বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে না বলেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। উপ-নির্বাচন স্থগিত রাখতে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪ রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকরা কমিশনে উপ-নির্বাচন বন্ধ রাখার ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। রাজ্যগুলির আবেদনে মান্যতা দিল নির্বাচন কমিশন। স্থগিত করা হল চার রাজ্যের বিধানসভা উপনির্বাচন। এদিন বিবৃতি জারি করে একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্যের বেশ কিছু আসন বিধায়ক-শূন্য রয়েছে। সেই আসনগুলিতে উপ-নির্বাচন হওয়ার কথা। তবে, যেভাবে জাঁকিয়ে বসেছে করোনা সেইদিক নজর রেখেই উপ-নির্বাচন করার ব্যাপারে আপত্তি জানায় রাজ্য। সেই মতো কমিশনের কর্তারা পরিস্থিতি পর্যালোচনা করে ৪ রাজ্যের আবেদনের ভিত্তিতেই আপাতত বিধানসভা উপ-নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন ঃ ১১ টি রাজ্যের ৫৬ টি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের
করোনা পরিস্থিতিতে বছর শেষেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সংক্রমণের আবহে কোভিড প্রোটোকল মেনেই বিহারে বিধানসভা নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে ভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊