মুখভার আলিপুরদুয়ারের মৃৎশিল্পীদের


সামনেই দুর্গাপূজা। এবছরের মহালয়া দেবীপক্ষের অনেক আগেই হয়ে গেছে। দূর্গা পুজো শুরু হতে আর বাকি মাত্র ২৪ দিন।কিন্তু আকাশের সাথে মুখভার আলিপুরদুয়ারের মৃৎশিল্পীদের।



করোনা আবহে এবার ক্লাবগুলো ছোট পুজো করবার পথে।সেইমত দূর্গা প্রতিমার ক্ষত্রেও তাদের প্রথম পছন্দ ছোট প্রতিমা।কিন্তু সেই প্রতিমা যারা বানাবেন তাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা।বড় প্রতিমার ক্ষেত্রে তাদের যা লভ্যাংশ থাকে ছোট প্রতিমার ক্ষেত্রে তা থাকে না।তার ওপর এবার অনেক পুজো কমিটি পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অর্থনৈতিক সংকটে আলিপুরদুয়ারের মৃৎশিল্পীরা।একেকজন মৃৎশিল্পী অন্যান্য বার ২০-২২ জন সহযোগী রাখেন প্রতিমা তৈরির ক্ষেত্রে।কিন্তু এবার সেক্ষেত্রেও তাদের অনেককেই ছাঁটাইয়ের পথ বেছে নিতে হয়েছে অর্থনৈতিক কথা ভেবে।সংগঠিত ভাবে প্রশাসনের কাছে তাদের অনটনের কথা জানালেও এখনও কোন আর্থিক সহযোগিতা মেলেনি বলে জানান এক মৃৎশিল্পী। 

দেখুন বিস্তারিত -