ভারতের প্রিমিয়ার থিয়েটার ইনস্টিটিউট ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন অভিনেতা পরেশ রাওয়াল



২০১৭ সাল থেকে ফাঁকা থাকা ভারতের প্রিমিয়ার থিয়েটার ইনস্টিটিউট ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমা ও থিয়েটার উভয় ক্ষেত্রেই বহু বছরের অভিজ্ঞতা রয়েছে পরেশ রাওয়ালের।



কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইটারে লেখেন, "প্রখ্যাত শিল্পী পরেশ রাওয়ালকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। আমি আনন্দিত যে ছাত্র এবং শিল্পীরা তাঁর প্রতিভা সদ্ব্যবহার করতে সক্ষম হবে। আমি তাঁকে অভিনন্দন জানাই।"



পরেশ রাওয়াল পিটিআইকে জানিয়েছেন, তিনি এই নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এটি চ্যালেঞ্জিং, তবে মজাদার বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ''আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কারণ এটি এমন একটি ক্ষেত্র যা আমি খুব ভালো জানি।"



বিজেপির প্রাক্তন সাসদ সদস্য পরেশ রাওয়ালকে চার বছরের জন্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রকের মিডিয়া উপদেষ্টা নীতীন ত্রিপাঠি।