আগুনে ভস্মীভূত দোকান, ক্ষতি প্রায় ১২ লক্ষ টাকা
সংবাদ একলব্যঃ
আজ ভোররাতে সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী বাজারে স্টেশন চৌপথির নিকটে একটি অনলাইন ও মোবাইল রিপিয়ারিং -এর দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। ভোররাতে সকালে দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে উপস্থিত লোকজন দমকলে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
দোকানের মালিক মোয়াজবিন হক জানায়, দোকানে ২টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ২৪টি সিসিটিভি ক্যামেরা ও তাঁর নগদ ২১০০০ টাকা, মেরামত করতে দেওয়া প্রায় ৫০-৬০টি মোবাইল এবং গ্রাহকদের বেশ কিছু নথি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে করে প্রায় ১২ লক্ষ টাকা তাঁর ক্ষতি হয়েছে বলে জানায় সে।
প্রাথমিক ভাবে সর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে অনুমান করা হলেও পরে সেই অনুমান ভুল বলেই মনে হচ্ছে উপস্থিত জনতার। কারণ, ভস্মীভূত দোকানে গ্যাস লাইটারের গ্যাস ভরানোর একটি ছোট্ট সিলিন্ডার মেলায় সকলের অনুমান কেউ সেই সিলিন্ডারটি দিয়েই কেউ আগুন লাগানোর চেষ্টা করেছে। দোকানের মালিক মোয়াজবিন হকও এই অনুমান জানায়।
এই ঘটনার জেরে এলাকায় একটা চিন্তার পরিবেশ সৃষ্টি হয়েছে। দোকানের মালিক দিনহাটা থানায় এফ আই আর করবে বলেই জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊