আলিপুরদুয়ার-শামুকতলা রাজ্য সড়কের দুপাশে আগাছা সাফাই অভিযান
শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার-শামুকতলা রাজ্য সড়কের পাশে রয়েছে প্রচুর পরিমানে গাছ। দীর্ঘদিন যাবৎ পরিচর্যার অভাবে আগাছায় ভরে গিয়ে গাছগুলি বেড়ে উঠতে পারছিলো না। আজ শামুকতলা গণজাগরণ মঞ্চ এবং পরিবেশ রক্ষা মঞ্চর যৌথ উদ্যোগে চলছে আগাছা সাফাই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন শামুকতলা গণজাগরণ মঞ্চের কো-অর্ডিনেটর সুমিত দেবনাথ।
আজ শামুকতলার তালেশ্বরগুড়ি এলাকায় রাস্তার দুপাশে আগাছা সাফাই করে চলছে দুই মঞ্চের সচেতন সদস্যরা। এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ার দুই নং ব্লকের বিশিষ্ট সমাজসেবীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উক্ত দুই মঞ্চ সর্বদা যৌথভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন, বৃক্ষ পরিচর্যা করে চলেছেন নিজেদের উদ্যোগে।
গণজাগরণ মঞ্চের কো-অর্ডিনেটর সুমিত দেবনাথ জানান যে আমরা বিগত একমাসে প্রায় দুই হাজার চারাগাছ রোপন করার পাশাপাশি চারাগাছ গুলির রক্ষনাবেক্ষন করে চলেছি প্রতিনিয়ত। আমদের নজরে পরে আলিপুরদুয়ার-শামুকতলা রাজ্য সড়কের দুপাশে আগাছায় ভরে গিয়ে গাছগুলির বৃদ্ধি তে ব্যাঘাত ঘটেছিলো। আজ আমরা যৌথভাবে আগাছা সাফাই অভিযান করছি এবং আগামী কয়েকদিন আমাদের আগাছা সাফাই অভিযান চলতে থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊