রাজ্য দুর্গা পুজো করতে দেবে না, প্রমাণ করতে পারলে প্রকাশ্যে ১০১ বার উঠবোস করবঃ‌ মমতা

SANGBAD EKALAVYA:

বাঙালীর সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর দু'মাসও বাকি নেই। কিন্তু বর্তমান করোনা আবহে পুজোর ভবিষ্যৎ কি হবে সেটাই এখন প্রধান চিন্তা উৎসব প্রিয় বাঙালীর। এদিকে পুজো হওয়া-না হওয়া নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিন্তু দুর্গা পুজো হওয়া বিতর্কে জল ঢেলে বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না করে বলেন, "একটি রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে দুর্গা পুজো নিয়ে। এখনও পুজো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পুলিশ বা পুজো উদ্যোক্তাদের কোনও বৈঠক বা আলোচনাই হয়নি। প্রমাণ করুন যে পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে এবার কোনও দুর্গা পুজো হবে না, আমি জনসমক্ষে ১০১ বার উঠবোস করব।"


সূত্রঃ ANI


আজ এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেন রাজ্যে পুলিশ ও-