দল ছাড়লেন কোচবিহারের বিজেপি নেতা, যোগ দিলেন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চে



আজ এক দলীয় সভার মাঝে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চে যোগ দিলেন কোচবিহারের বিজেপির নেতা গৌরী শঙ্কর চৌহান, একরাশ ক্ষোভ নিয়ে তার অনুগামীদের সাথে নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি শ্রী গৌতম রায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে এখন থেকে শুধু উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন গৌরী শঙ্কর বাবু। 

আজকের এই সভা অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গার নিশিগঞ্জের দলীয় অফিসে। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী ও শীতল দাস , দলীয় রীতি মেনে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন গৌতম রায়।

শীতল দাস বলেন, গৌরিবাবুর যোগদানে দল শক্তিশালী হবে, শুধু তাই নয় বহু বিজেপি কর্মী ধীরে ধীরে সংগঠনে যোগ দিয়ে উত্তরবঙ্গের মানুষের দাবিকে জোরদার করবে। 


অন্যতম সাধারণ সম্পাদক উত্তম কুমার নন্দী বলেন যে, বিজেপি আজ আদর্শচ্যুত,ক্ষমতা দখলের জন্য তারা যা কিছু করছে, সেটা অনেক বিজেপি র নেতা কর্মীরা মানতে পারছেন, সর্বপরি বহু পুরানো কর্মীকে তারা দলে যোগ্য সম্মান দিচ্ছে না, সেই সমস্ত কর্মীরা আজ দলের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, গৌরী শঙ্কর বাবু তারই একটা জলজ্যান্ত উদাহরণ, এই রকম বহু নেতা কর্মীরা ভবিষ্যতে আমাদের সংগঠনে দেখতে পাবেন। সব জেলাতে পুরানো বিজেপি কর্মীদের নিগ্রহ ও অপমানিত করার ফল উত্তরবঙ্গের মানুষ সুদ সমেত ফিরিয়ে দেবেন।

গৌরী বাবু বলেন, "বিজেপিতে স্বজনপোষণ চলছে, আদর্শচ্যুত বিজেপির মধ্যে কাজ করতে পারছিলাম না, আর দলীয় নেতাদের তেল দিয়ে রাজনীতি আমি করতে পারবো না তাই উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চে যোগ দিয়ে মানুষের কাজ করতে চাই।"