Latest News

6/recent/ticker-posts

Ad Code

এশিয়ান হাইওয়ে ৪৮-এ ফের দুর্ঘটনা, আহত ৩

এশিয়ান হাইওয়ে ৪৮-এ ফের দুর্ঘটনা, আহত ৩

কাজল দে, সংবাদ একলব্যঃ ধূপগুড়ির- গয়েরকাটা এশিয়ান হাইওয়ে ৪৮ এর  সোনাখালি সংলগ্ন এলাকায় একটি লরি ও ম্যাজিক এর সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি দমকল কর্মীরা ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসেন। এদিকে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তিন জনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। 


আহতদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। জানা গেছে আহত তিনজনই ম্যাজিক এর যাত্রী ছিলেন। স্থানীয় সুত্রে জানা গেছে কয়েকটি হাঁস রাস্তা পার হচ্ছিল সেসময় গয়েরকাটাগামী লরিটি হাঁসগুলোকে বাঁচাতে উল্টোদিক থেকে আসা ম্যাজিকটিকে ধাক্কা মারে। এমনকি ম্যাজিক এর পিছনে থাকা টোটো টিও দূর্ঘটনার কবলে পড়ে। 

এদিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন ধূপগুড়ি পৌরসভার উপ পৌরপিতা রাজেশ কুমার সিং, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিল চক্রবর্তী, ধূপগুড়ি থানার আই সি সুবীর কর্মকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code