তাহলে কি পুজোর আগেই খুলবে ট্রেন? উঠছে প্রশ্ন
তনোজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগণাঃ তবে কি এবার মেট্রোর পর রেল? তাহলে কি পুজোর আগেই চালু হতে চলেছে লোকাল ট্রেনও? এসমস্ত প্রশ্ন এখন ঘোরা ফেরা করছে আম-জনতার মুখে মুখে। অন্তত রেলের তরফ থেকে এখনো স্পষ্ট কিছু না বললেও রেল চালু হবার একটা ইঙ্গিত মিলেছে।
সূত্রের খবর, রেল দপ্তর চায় পুজোর আগেই রাজ্যে লোকাল ট্রেন চালু করতে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত যে নেওয়া হবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সেটা স্পষ্ট। সোমবার থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেখানে কীরূপ পরিস্থিতি দাঁড়ায় তা আগে খতিয়ে দেখতে চায় রেল দপ্তর।
প্রসঙ্গত, এরাজ্যে রেলের দুটি শাখার লোকাল ট্রেন চলে। একটি পূর্ব ও আরেকটি দক্ষিণ-পূর্ব শাখা। দুটি শাখার কর্তারা এওখন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। এখানে বলে রাখা প্রয়োজন, মেট্রোয় প্রবেশ রেস্ট্রিক্টেড হলেও রেল হল উন্মুক্ত। ফলে, এখানে সুরক্ষা ও দূরত্ব বিধি মানা একটা বড় চ্যালেঞ্জ। লোকালে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ আদেও সম্ভব উঠছে প্রশ্ন সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
1 মন্তব্যসমূহ
Ata hole khub valo hoy
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊