দাসপুর এলাকার বানভাসি মানুষের পাশে "শ্রদ্ধা ফাউন্ডেশন"
শচীন পাল, সংবাদ একলব্যঃ লকডাউনের দিনেই বানভাসি মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলো শ্রদ্ধা ফাউন্ডেশন। করোনা আবহ জনিত কারণে লকডাউনের প্রভাবে এমনিতেই সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ, তার উপর বন্যাপরিস্থিতে সমস্যা আরও অনেকাংশে বেড়েছে বানভাসি এলাকায় মানুষদের। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর দু নম্বর ব্লকের রূপনারায়ণ নদের তীরবর্তী খেপুত এলাকার বানভাসি মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশন।
সোমবার আগস্ট মাসের সাপ্তাহিক শেষ লকডাউনের দিনে সংগঠনের পক্ষ থেকে উল্লিখিত এলাকার মানুষদের হাতে নানা ধরনের শুকনো খাবার ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, শ্রদ্ধা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার গোপাল সাহা, ফাউন্ডেশনের সদস্য-সদস্যা প্রসেনজিৎ মল্লিক রঞ্জিত দাস,সৌভিক সাউ, সুস্মিতা পাল, সঞ্জিত দাস, সোমনাথ দত্ত, সঞ্জয় দাস, নন্দিতা দে প্রমুখ।
এদিনের কর্মসূচিকে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন সমাজসেবী পিন্টু সাউ ও পারমিতা সাউ সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত না থেকেও কর্মসূচি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুবি রানা, জয়দিপ ঘোষ, সোমনাথ দে,সুনয়না সাউ, স্বাগতা ভট্টাচার্য্য, মীনাক্ষী মল্লিক, অরুন দাস,সন্তু পাল প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊