অধিনায়কের শতরানে ভর করে প্রথম জয় পাঞ্জাবের, ৯৭ রানে পরাজিত কোহলি এন্ড কোং



SANGBAD EKALAVYA: রাজার মতো ব্যাটিং করলেন কিংস অধিনায়ক। ধুন্ধুমার ব্যাটিংয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়ে ত্রয়োদশ আইপিএলের প্রথম শতরানটি করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাট করতে নেমে অধিনায়ক রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল শুরু থেকেই রানের গতি বাড়ানোয় মনযোগ দেন। সপ্তম ওভারে যজুবেন্দ্র চাহাল মায়াঙ্ককে (২০ বলে ২৬) ফিরিয়ে দিলেও নিকোলাস পুরান (১৮ বলে ১৭) এবং করুন নায়ার (৮ বলে ১৫) কে নিয়ে রানের পাহাড় গড়ে তোলেন অধিনায়ক নিজে। ওপেন করতে নেমে ১৪টি চার এবং ৭টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৬৯ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। চাহাল (৪-০-২৫-১) ছাড়া কোনো বোলারকেই রেয়াত করেননি রাহুল। উমেশ যাদব ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ডেল স্টেইন ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। যার ফলে ব্যাঙ্গালোরের সামনে ২০৭ রানের লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খোঁড়াতে থাকে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। প্রথম তিন ওভারের মধ্যেই তিন উইকেট খুইয়ে বসে তাঁরা। অধিনায়ক কোহলি মাত্র ৫ বল খেলে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ফিঞ্চ (২১ বলে ২০), ডিভিলিয়ার্স (১৮ বলে ২৮) এবং ওয়াশিংটন সুন্দর (২৭ বলে ৩০) কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিলোনা। মুরুগান অশ্বীন (৩-০-২১-৩), রবি বিষ্ণই (৪-০-৩২-৩), শেলডন কটরেল (৩-০-১৭-২) দের বোলিংয়ের সামনে টার্গেট তখন দিল্লি বহুত দূর। আঁটোসাঁটো বোলিং করেন মহম্মদ শামীও (৩-০-১৪-১)। যার ফলশ্রুতিতে ১৭ ওভারে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ব্যাঙ্গালোর।